আইওএস ১৩-এর হটস্পটে বাগ

অ্যাপল আইওএস ১৩ সংস্করণ ব্যবহারকারীদের পার্সোনাল হটস্পট ফিচারে বাগ (ত্রুটি) আছে বলে নিশ্চিত করেছে। ব্যবহারকারীরা এই হটস্পট ফিচারের মাধ্যমে অন্য ডিভাইসেও ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
আইফোন ব্যবহারকারীরা গত বছরের শেষ দিকে অভিযোগ করেন, আইওএস ১৩ সংস্করণে বাগ রয়েছে। এর ফলে বারবার কিছু সময়ের হটস্পট কানেকশন ড্রপ হয়।
এ ব্যাপারে অথরাইজড সার্ভিস প্রোভাইডারদের অ্যাপল সতর্ক করেছিল। অচিরেই ব্যবহারকারীদের কাছ থেকে ফিচারটির ব্যাপারে অভিযোগ আসতে পারে বলে তারা সার্ভিস প্রোভাইডারদের জানিয়েছিল।
অবশ্য এই সমস্যার সাময়িক সমাধানও দিয়েছিল অ্যাপল। কিন্তু তা পোর্টেবল ওয়াইফাই হটস্পট অন ও অফ করা পর্যন্তই সীমাবদ্ধ। একই সঙ্গে সমস্যাটি হার্ডওয়্যার সংক্রান্ত নয় বলেও তারা নিশ্চিত করে।
২৪ মার্চ অ্যাপল নতুন সংস্করণ আইওএস ১৩.৪ উন্মুক্ত করেছে। তবে আপডেটটিতে সমস্যাটির সমাধান দেওয়া হয়নি বলে জানা গেছে।