Main Menu

করোনাভাইরাসের প্রতিকার বিষয়ে বিজ্ঞাপন নয়

কোভিড-১৯ করোনাভাইরাস নিরাময়ের প্রতিশ্রুতি রয়েছে এমন বিজ্ঞাপন প্রচার করতে দেবে না ফেসবুক। অনুমোদন প্রথমেই নাকচ করে দেওয়ার কথা জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘আমরা করোনাভাইরাস-সংক্রান্ত বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার বন্ধে একটি নীতিমালা বাস্তবায়ন করেছি।’

পাশাপাশি ফেসবুকে বেচাকেনার প্ল্যাটফর্ম মার্কেটপ্লেসের জন্যও এ ধরনের বিজ্ঞাপন প্রচারে নীতিমালা চালু হয়েছে বলে জানানো হয়। এর পূর্বে ফেসবুকের পক্ষ হতে শুধু ভাইরাস-সংক্রান্ত ভুল ও ক্ষতিকর তথ্য প্রচার সীমিত রাখার ব্যাপারে কাজ করে যাওয়ার কথা বলা হয়েছিল। বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করার নতুন এ উদ্যোগ তারই ধারাবাহিকতা।

ফেসবুকের মতো একই উদ্যোগ নিয়েছে অনলাইন পণ্য বিক্রির ওয়েবসাইট আমাজন। করোনাভাইরাস প্রতিকারের বিভিন্ন ভুয়া পণ্যের বিজ্ঞাপন মুছে দেয় ই-কমার্স ওয়েবসাইটটি। এদিকে করোনাভাইরাস নিয়ে ম্যালওয়্যার এবং স্প্যাম ই-মেইলের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। সূত্র: ম্যাশেবল



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

72 − 63 =