Main Menu

জিমেইলে মেইল শিডিউল করার সহজ উপায়

মেইল পাঠাতে গিয়ে কম বেশি ভুল সবারই হয়। তাড়াহুড়া বা ব্যস্ততার কারণে এমনটা বেশি ঘটে।

ব্যক্তিগত বা অফিসের দরকারি ই-মেইল সঠিক সময়ে করতে ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে অনেকের। নানাভাবে মনে রাখার চেষ্টা করেও শেষ মুহূর্তে গন্ডগোল বেঁধে যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, এমন সমস্যা থেকে মুক্তি পেতে নতুন উপায় বাতলে দিল জিমেইল নিজেই। জিমেইলে নতুন ফিচার নিয়ে এসেছে সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠানটি। যার ফলে একশরও বেশি ই-মেইল আগাম শিডিউল করে রাখতে পারবেন যে কেউ।

কীভাবে ডেস্কটপ ও ল্যাপটপ থেকে ই-মেইল শিডিউল করবেন?

১. প্রথমে ডেস্কটপ থেকে জিমেইলের সাইট খুলুন। https://mail.google.com/

২. উইনডোর বাম দিকের কোণে কম্পোড ই-মেইল অপশনে ক্লিক করুন।

৩. ই-মেইল যাকে পাঠাবেন, তার মেইল আইডি ও বিষয়ের নাম লিখুন। মেইল লেখা হয়ে গেলে সেন্ড করার আগে, সেন্ড অপশনের পাশে অ্যারো চিহ্নে ক্লিক করুন।

৪. এরপর একটি পপ্ আপ আসবে স্ক্রিনে। যেখানে তিনটা সময় অপশন থাকবে। সেটি আপনার পছন্দ না হলে নিচের পিক ডেট অ্যান্ড টাইম অপশনে ক্লিক করুন।

৫. সেখানে তারিখ ও সময় বেছে নিয়ে শিডিউল করে রাখুন আপনার দরকারি ই-মেইল।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

65 − = 64