Main Menu

জেনে নেই কোন ফোনে চার্জ বেশি থাকে

বর্তমানে আমরা সকলেই মোবাইলে নানান কাজ করি। অনেকে বর্তমানে মোবাইল ফোনকে ল্যাপটপের বিকল্প হিসেবে ব্যবহার করেন। ফলে বেশিক্ষন মোবাইল চার্জ ধরে রাখার জন্য বেশি আয়ূর ব্যাটারির প্রয়োজন পড়ছে। ফলে গ্রাহকদের কথা বিবেচনা করে ব্যাটারির দিক দিয়ে সেরা কয়েকটি স্মার্টফোনের একটা তালিকা দিয়েছে প্রযুক্তিবিষয়ক অনলাইন পোর্টাল ‘ফোন অ্যারেনা’।

টানা ব্যবহারে ব্যাটারির আয়ু এবং সঙ্গে ব্যাটারির ধারণক্ষমতা উল্লেখ করা হলো। ওয়েব স্ক্রিপ্ট ব্যবহার করে বাস্তব ব্যবহারের প্রতিলিপি তৈরি করেছে ফোন অ্যারেনা। ব্যাটারির ধারণক্ষমতা মিলিঅ্যাম্পিয়ার আওয়ার বা এমএএইচ এককে উল্লেখ করা হলো। দীর্ঘায়ু ব্যাটারির স্মার্টফোনগুলোর তালিকা দেখে নিন।

                                         ব্যাটারির আয়ু             ব্যাটারির ধারণক্ষমতা
মটোরোলা মটো জি৭ পাওয়ার      ২০ ঘণ্টা ৮ মিনিট               ৫,০০০
শাওমি মি ম্যাক্স ২                    ১৭ ঘণ্টা ২২ মিনিট             ৫,৩০০
এলজি এক্স পাওয়ার                  ১৫ ঘণ্টা ১৮ মিনিট             ৪,১০০
মটোরোলা মটো ই৫ প্লাস            ১৫ ঘণ্টা ৮ মিনিট               ৫,০০০
ব্লু স্টুডিও এনার্জি                       ১৪ ঘণ্টা ৫৩ মিনিট             ৫,০০০
মটোরোলা মটো জি৮ প্লাস           ১৪ ঘণ্টা ২৯ মিনিট             ৪,০০০
হুয়াওয়ে মেট ২০                      ১৪ ঘণ্টা ২৬ মিনিট             ৪,০০০
আসুস আরওজি ফোন ২              ১৪ ঘণ্টা ১১ মিনিট             ৬,০০০
মটোরোলা মটো জেড প্লে ড্রয়েড     ১৩ ঘণ্টা ৪৩ মিনিট            ৩,৫১০
শাওমি রেডমি ৩এস                   ১৩ ঘণ্টা ৩৯ মিনিট            ৪,১০০
অ্যাপল আইফোন ১১                  ১৩ ঘণ্টা ২৯ মিনিট            ৩১১০

সূত্র: ফোন অ্যারেনা, স্ট্যাটিস্টা



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

86 − 78 =