Main Menu

নবজাতকের জন্ডিস ধরবে অ্যাপ

সদ্যোজাত শিশুর চোখের ছবি তুলে মোবাইল-অ্যাপের মাধ্যমে জানা যাবে তার জন্ডিস আছে কি না। লন্ডনের বিজ্ঞানীরা এই অ্যাপটি তৈরি করেছেন।

স্মার্টফোনভিত্তিক ব্যবস্থাটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেন নবজাতকের জন্ডিস কোনোভাবেই নজর এড়াতে না পারে, পাশাপাশি জন্ডিসের মাত্রা নিশ্চিত হয়ে সময় মতো যেন ব্যবস্থা নেওয়া যায়।

আপাতত ছোট পরিসরে চলছে অ্যাপটির পরীক্ষামূলক কার্যক্রম। তাই এখনো উন্মুক্ত কিংবা নাম প্রকাশ করা হয়নি।

আরো বড় পরিসরে এটি পরীক্ষা করে এর ফলাফল দেখার অপেক্ষায় আছেন ডেভেলপাররা। তাদের বিশ্বাস, এশিয়া, আফ্রিকার দরিদ্র দেশগুলোতে মারাত্মক জন্ডিসের কারণে শিশুমৃত্যুর হার ঠেকাতে সহায়ক ভূমিকা রাখবে তাদের অ্যাপ।

জন্মের পর অনেক শিশুরই জন্ডিস হয়। নবজাতকের রক্তে উচ্চ বিলিরুবিন মাত্রার কারণে এ জন্ডিস হয়। ৬০ শতাংশ পূর্ণ গর্ভকাল নবজাতকের এবং ৮০ শতাংশ প্রি-টার্ম অর্থাৎ অকালজাত নবজাতকের মধ্যে প্রথম সপ্তাহে জন্ডিস দেখা যায়। তবে এর বেশির ভাগই নির্দোষ জন্ডিস, যাকে ফিজিওলজিক্যাল জন্ডিস বলে।

নবজাতকের জন্ডিস প্রতিরোধ করতে গর্ভাবস্থায় অবশ্যই মায়ের এবিও, আরএইচ রক্ত গ্রুপ পরীক্ষা করিয়ে নিতে হবে। জন্ডিসের ঝুঁকি বিবেচনায় নিয়ে ৩-৫ দিন বয়সে বিলিরুবিন পরীক্ষা করা উচিত। বাড়ি নিয়ে যাওয়ার পর শিশুকে হলদেটে মনে হলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

− 3 = 2