Main Menu

ফেসবুকের স্টোরি পোস্ট হবে ইনস্টাগ্রামে

নতুন একটি ফিচারের পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। এর মাধ্যমে ফেসবুকে পোস্ট করা কোনও কিছু ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট হয়ে যাবে। সম্প্রতি ইনস্টাগ্রামের স্টোরি ফেসবুকে আনা গেলেও এর উল্টোটা এখনও সম্ভব হয়নি। এই সুবিধাটিই আনতে যাচ্ছে ফেসবুক। জানিয়েছে টেকক্র্যাঞ্চ।

ফেসবুকের এক মুখপাত্র জানান, ক্রস পোস্টিংয়ের এই ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি সফল হলে উভয় প্ল্যাটফর্ম ব্যবহার করাটা বব্যহারকারীদের জন্য সহজ হয়ে উঠবে। কেননা ব্যবহারকারীদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে হয়তো ভিন্ন অনুসারী রয়েছে। ফেসবুক ধারাবাহিকভাবেই এমন সহজীকরণের কাজ চালিয়ে যাবে। নতুন এই ফিচারটি চালু হলে সহজেই যেকোনও প্ল্যাটফর্মের স্টোরি অন্য প্ল্যাটফর্মে পাঠানো যাবে।

আইএএনএস জানায়, ফিচারটি বর্তমানে টেস্টারদের জন্য ফেসবুক অ্যাপের স্টোরি প্রাইভেসি সেটিংসে দেওয়া আছে। এখানে তারা ‘শেয়ার স্টোরি টু ইনস্টাগ্রাম’ নামে নতুন একট অপশন পাবেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

− 5 = 2