Main Menu

ফ্রিল্যান্সারদের কী ধরনের কম্পিউটার প্রয়োজন

ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের ক্ষেত্রে যাঁরা নতুন তাদের প্রশ্ন থাকে, ফ্রিল্যান্সিং করার জন্য কী ধরনের কম্পিউটার প্রয়োজন? ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের সহজ কাজগুলোর ক্ষেত্রে সাধারণ কম্পিউটারই যথেষ্ট। প্রথমেই জানা জরুরি যে, ভাসা ভাসা ধারণা বা দক্ষতা নিয়ে আপওয়ার্ক বা যেকোনো মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলে কাজ পাওয়ার চিন্তা করলে হতাশ হতে হবে।

ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ে কাজ পাওয়ার ক্ষেত্রে এক ধরণের কাজের সঙ্গে আরেক ধরণের কাজের প্রাসঙ্গিকতা রয়েছে। অতএব কাজের প্রয়োজনে আপনার বিভিন্ন সময় বিভিন্ন টুলস, কিটসের প্রয়োজন হতে পারে। সেই সব দিক চিন্তা করলে আপনার বাজেট যদি ২০ থেকে ২৫ হাজার টাকা হয়, তবে আপনি মোটামুটি মানের কম্পিউটার পাবেন এবং তাতে আশা করি আপনি কাজ চালিয়ে নিতে পারবেন।
তবে যাঁরা ডিজাইন বা অন্যান্য সৃজনশীল কাজ করবেন তাঁদের জন্য অবশ্যই হাইএন্ডের যন্ত্রাংশযুক্ত কম্পিউটার থাকতে হবে। তা না হলে কাজে ব্যাঘাত ঘটতে পারে। বাজারে ৪০ হাজার টাকা থেকে এর ওপরে অনেক হাইএন্ডের পিসি পাওয়া যাবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

94 − = 90