Main Menu

বাজারে নতুন দুটি স্মার্টফোন আনলো রি‌য়েল‌মি

দে‌শের বাজা‌রে নতুন দুটি ফোন আনলো রি‌য়েল‌মি। এগুলোর ম‌ডেল হলো রি‌য়েল‌মি ফাইভ আই ও রি‌য়েলমি সি-২।

শ‌নিবার (১৪ মার্চ) ঢাকার এক‌টি হো‌টে‌লে ফোন দুটি অবমুক্ত করা হয়।  অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, রিয়েলমি বাংলাদেশের প্রধান নির্বাহী টিম শাও, এবং ব্র্যান্ড ডি‌রেক্টর নিওন ঝি।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন প্রজন্মের তরুণদের চাহিদার কথা বিবেচনা করে কোয়াড ক্যামেরা ব্যাটারি কিং হিসেবে জনপ্রিয়তা পাওয়া ফাইভ আই নিয়ে এলো রিয়েলমি।ফাইভ আই মডেলের ফোনে সারাদিনের ব্যবহার ও ৩০ দিনের স্ট্যান্ডবাই সুবিধার জন্য সংযোজন করা হয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। শক্তিশালী স্ন্যাপড্রাগন৬৬৫ দেবে দারুণ পারফরমেন্স। ফোনটি পাওয়া যাবে অ্যাকুয়া ব্লু ও ফরেস্ট গ্রিন রঙে।

ডিউড্রপ ও ডায়মন্ড কাট ডিজাইনে তৈ‌রি রিয়েলমি সি২ ফোনটি পাওয়া যাবে ডায়মন্ড ব্লু ও ডায়মন্ড ব্ল্যাক রঙে। এন্ট্রি লেভেলের এই স্মার্টফোনটিতে রয়েছে ১২ ন্যানোমিটারের হেলিও পি২২ চিপসেট, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ২ গিগা র‌্যাম ও ৩২ গিগা ইন্টারনাল স্টোরেজ।

ফাইভ আই ম‌ডে‌লের ফোন‌টির দাম ১২ হাজার ৯৯০ টাকা। আর সি২ ম‌ডে‌লের ফোন‌টির দাম ৮ হাজার ৯৯০ টাকা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

+ 60 = 67