Main Menu

ভারতের হাসপাতালে করোনা মোকাবিলায় রোবট

ভারতে করোনাভাইরাস মোকাবিলায় কাজ করছে রোবট। কেরালা রাজ্যে হাসপাতালে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিলি করছে তারা।

সংবাদ প্রতিদিন জানায়, হাসপাতালে যাওয়া রোগী কিংবা অন্যান্য ব্যক্তিদের থেকে করোনা ছড়িয়ে যেতে পারে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মধ্যেও। ফলে কেরালার হাসপাতালে রোবটকে কাজে লাগাচ্ছে।

হাসপাতালে যেই প্রবেশ করছে তাকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিলি দিচ্ছে রোবট।

পুরো কাজটি তদারকি করছে রাজ্যের সরকারি সংস্থা কেরালা স্টার্টআপ মিশন (কেএসইউএম)। কংগ্রেস নেতা শশী থারুর কেরালার এই রোবট-কর্মীদের কার্যক্রমের ভিডিও টুইটারে পোস্ট করেছেন।

হাসপাতালে আক্রান্ত সন্দেহে কোনো রোগী এলে তাদের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া, মাস্ক, স্যানিটাইজার বিলি করা এমনকি ওয়ার্ডে ওয়ার্ডে রোগীদের খাবার ও প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার কাজও করছে রোবট-কর্মীরা।

এর আগে চীনও করোনা মোকাবিলায় এবং জনসচেতনতায় রোবট ব্যবহার করেছিল। দেশটির হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।

এদিকে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৪ জনে। এর মধ্যে মারা গেছেন ৭ জন। এমন পরিস্থিতিতে ৩১ মার্চ পর্যন্ত সব রকম যাত্রীবাহী ট্রেন, মেট্রো বন্ধ করে দেয়া হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

+ 36 = 39