সাময়িক বন্ধ ঘোষণা এলজি!

দিন দিন করোনা ভাইরাসের সংক্রমণ দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং ও এলজির ক্যাম্পাসে বেড়েই চলেছে। এ জন্য এলজি সাময়িকভাবে একের পর এক ক্যাম্পাস বন্ধ ঘোষণা করছে। কিন্তু স্যামসাংয়ের ক্যাম্পাসে আক্রান্তের সংখ্যা বেড়ে চললেও তারা কোনো ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেনি।
সম্প্রতি এলজির গুমি ক্যাম্পাসে অবস্থিত একটি ব্যাংকের একজন কর্মী আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসকে সংক্রামণ মুক্ত করার জন্য সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। এই কোম্পানির ক্যামেরা মডিউল নির্মাণকারী ফ্যাক্টরিতেও আক্রান্ত পাওয়া যাওয়ায় সেটিও বন্ধ ঘোষণা করা হয়েছে। উভয় কোম্পানির কার্যালয় মঙ্গলবার খুলবে।
ইতঃপূর্বে গুমিতে অবস্থিত এলজির একটি গবেষণাগারও সংক্রামণ মুক্ত করার জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এ দিকে স্যামসাংয়ের গুমি ক্যাম্পাসে গত সপ্তাহে আরও ২ জন করোনায় আক্রান্ত শনাক্ত করা গেছে। এ নিয়ে সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ৩। অন্যদিকে স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর ফ্যাক্টরিতেও ১ জন করোনা রোগী শনাক্ত করা গেছে। কিন্তু স্যামসাং দুইটি প্রতিষ্ঠানের কোনোটিই বন্ধ করেনি।
উল্লেখ্য, এ পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় মোট ৪ হাজার ৮১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৮ জন।