Main Menu

৮ জন মিলে খেলা যাবে পাবজি

জনপ্রিয় গেম পাবজির ৬.২ আপডেটে আসছে ৮ ভার্সেস ৮ ডেথম্যাচ মোড। অর্থাৎ একটি দলে ৮ জন করে খেলা যাবে।

পাবজির টিম ডেথম্যাচ সংস্করণটি কনসোল ও পিসিতে খেলা যাবে। ৮ বনাম ৮ খেলা হবে এরাঞ্জেল, স্যানোক, ভাইকেন্ডি ও মিরামার ম্যাপজুড়ে। ব্যাটেলফিল্ড থাকবে ৭টি। যে দল প্রথমে ৫০ জনকে মারতে পারবে তারাই সে রাউন্ডের বিজয়ী হবে।

পাবজির ডেভেলপার টিম জানিয়েছে, শিগগিরই গেমটিতে আরও ব্যাটেলফিল্ড যুক্ত করা হবে। নতুন গেম মোডও যুক্ত করা হবে আরকেড সেকশনে। এছাড়াও অস্ত্রের বণ্টন ও কারাকিন ম্যাপে আসবে পরিবর্তন।

আর্কেড সেকশনটি পাওয়া যাবে প্লে ট্যাবে। গেমটি শুধু ফার্স্ট পারসন পারসপেক্টিভেই খেলা যাবে। একবার গুলি খেলে গেমারের গেম শেষ হয়ে যাবে। অন্য গেমারের সহায়তায় লাইফ পেয়ে গেমে আবার প্রবেশ করা যাবে না। তবে টিমের অন্য সদস্যদের গাইড করা যাবে।

পাবজি সর্বপ্রথম ছাড়া হয় ২০১৬ সালে। বিশ্বব্যাপী অন্তত ৫৫ কোটি ৫০ লাখ ব্যবহারকারী তাদের ফোনে গেমটি ডাউনলোড করেছে। গত বছর পাবজির আয় হয়েছিল ১৫০ কোটি ডলার।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

− 4 = 2