আসুসের মনিটরে ৩৬০ হার্জ রিফ্রেশ রেট
কনজিউমার ইলেক্ট্রনিক শোতে বিশ্বের প্রথম ৩৬০ হার্জ রিফ্রেশ রেটের গেইমিং মনিটর ‘আরওজি সুইফট ৩৬০’ উন্মোচন করেছে আসুস ও এনভিডিয়া।
এইচডি রেজুলেশনের ২৪ দশমিক ৫ ইঞ্চির মনিটরটির সঙ্গে যুক্ত থাকবে এনভিডিয়ার জি-সিঙ্ক প্রসেসর। ডিসপ্লের রিফ্রেশ রেটের সঙ্গে জিফোর্স জিটিএক্স চালিত পিসির জিপিইউ সমন্বয় করে জি-সিঙ্ক প্রসেসরটি কাজ করবে। এর ফলে গেইমিংয়ের সময় স্ক্রিন টিয়ারিং, ডিসপ্লে শাটার ও ল্যাগ দূর করা যাবে।
স্ক্রিনের রিফ্রেশ রেট বেশি হলে গেইম খেলতে সুবিধা হয়। বর্তমানে বাজারে থাকা মনিটরগুলোর রিফ্রেশ রেট ১৪৪ অথবা ২৪০ হার্জ। আসুসের আরওজি ৩৬০ হার্জের মনিটর গেইম খেলায় খুব বেশি পার্থক্য গড়ে দেবে না। ৩৬০ হার্জ রিফ্রেশ রেটে প্রতি ২ দশমিক ৮ মিলিসেকেন্ডে একটি করে ফ্রেম দেখা যাবে। তবে ‘ওভারওয়াচ’ বা ‘সিএস:গো’ এর মতো দ্রুত গতির গেইমগুলোতে শত্রু মোকাবিলায় ই-স্পোর্টস প্রতিযোগীরা বাড়তি সুবিধা পাবেন।
এনভিডিয়ার ৩৬০ হার্জ জি-সিঙ্ক প্রযুক্তি সর্বপ্রথম আসুস ব্যবহার করেছে। ভবিষ্যতে এই প্রযুক্তির আরও মনিটর বাজারে আসবে। মনিটরটি বছরের শেষ দিকে বাজারে আসলে এর দাম জানা যাবে।
দ্য ভার্জ অবলম্বনে এজেড










