‘করোনা ভাইরাস নিয়ে ৭ বছর আগে টুইটার পোস্ট!

যে করোনাভাইরাসের আঘাতে বিপর্যস্ত পৃথিবী, সেটির কথা সাত বছর আগেই জানিয়েছিলেন এক টুইটার ইউজার। এর মধ্যে তার সেই পোস্টটি তুমুল আলোচনা সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। উঠেছে নানা তর্ক বিতর্ক।
মার্কো নামে এক টুইটার ইউজার ২০১৩ সালের ৩ জুন টুইটটি করেন। সেখানে ইংরেজিতে লেখা হয়, ‘করোনা ভাইরাস…ইটস কামিং’।
এই পোস্ট সম্প্রতি কোনো নেটিজেনদের নজরে আসায় সেটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
মার্কোকে উদ্দেশ করে কমেন্টে একজন লিখেন, ‘আপনি নিশ্চয়ই টুইটার হ্যাক করে, তারিখ পরিবর্তন করে এই টুইট করেছেন’।
তবে এর কোনো উত্তর দিতে দেখা যায়নি মার্কোকে। এমনকি সেখানে কোনো ধরনের মন্তব্যই নেই তার।
মার্কো ওই অ্যাকাউন্টটি এখন আর ব্যবহার করেন কী না সেটিও বোঝা যাচ্ছে না। কারণ তার অ্যাকাউন্টে শেষ পোস্ট হচ্ছে, ২০১৬ সালের ১১ ডিসেম্বর। এরপর সেখানে আর কোনো পোস্ট নেই।
ইতিমধ্যে পোস্টটি লাইক পেয়েছে এক লাখের অধিক। সাত বছর আগে কেউ লিখল, তাও করোনাভাইরাস নাম উল্লেখ করেই।
উহান থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাসের কথাই কি নির্দিষ্ট কথাই বলতে চেয়েছেন মার্কো নামে ওই ইউজার? নাকি অন্য কিছু বোঝাতে গিয়ে এই টুইট করেছিলেন? এমন উত্তর খুঁজছেন নেটিজেনরা।