করোনা রোগীদের বাঁচাতে ভেন্টিলেটর বানাবেন মাস্ক

নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে ভেন্টিলেটর তৈরির ঘোষণা দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
কয়েক দিন আগে করোনাভাইরাসকে ‘কম গুরুত্ব’ দিয়ে মন্তব্য করায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন মাস্ক। এদিন এক ফলোয়ারের টুইটের জবাবে বুঝিয়ে দিয়েছেন, অন্য সবার মতো তিনিও ভাইরাসটি নিয়ে চিন্তিত।
যুক্তরাষ্ট্রের মতো দেশের হাসপাতালগুলো ভেন্টিলেটর সংকটে ভুগছে। পাকিস্তান গতকাল জানায়, এটি কেনার মতো পর্যাপ্ত টাকা তাদের কাছে নেই! এই অবস্থায় এক টুইটার ব্যবহারকারী মাস্ককে ভেন্টিলেটর বানানোর আহ্বান জানান।
মাস্ক জবাব দেন এভাবে, ‘টেসলা অত্যাধুনিক এইচআইএসি সিস্টেমের গাড়ি বানায়। স্পেসএক্স আকাশযান বানায় লাইফ সাপোর্ট সিস্টেমে। ভেন্টিলেটর বানানো কঠিন কিছু না, তবে হুট করে হয় না। সংকট থাকলে আমরা বানাব।’
ডিসেম্বরের শেষে চীনের উহান শহরে নভেল করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। এরপর থেকে এটি দ্রুতগতিতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এখন বিশ্বের প্রায় ১৭০টি দেশের দুই লাখেরও বেশি লোক ভাইরাসটিতে আক্রান্ত এবং প্রায় নয় হাজার লোক এর সংক্রমণে সৃষ্ট রোগে মারা গেছে।