করোনা সংক্রান্ত নির্ভরযোগ্য লিংকও ব্লক করেছে ফেইসবুক!

নামীদামি সংবাদপত্রের নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রান্ত নিউজ লিংকও ব্লক করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক। কয়েকজন ব্যবহারকারীর থেকে অভিযোগ পাওয়ার পর বিজনেস ইনসাইডার জানিয়েছে, ফেইসবুকের ভুলের কারণে এমনটি হয়েছে।
করোনা সংক্রান্ত ভুয়া নিউজ রিমুভ করতে কয়েক মাস ধরে হিমশিম খাচ্ছে ফেইসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান। এই অবস্থায় সেগুলো ব্লক করে দিতে থাকে ফেইসবুক।
বিজনেস ইনসাইডার জানিয়েছে, মঙ্গলবার কয়েক জন ব্যবহারকারী জানান তারা বাজফিড, দ্য আটলান্টিক, টাইমস অব ইসরায়েলের মতো পত্রিকার লিংক পোস্ট করতে পারছেন না। কেন এমনটি হচ্ছে, তখন সেটি বোঝা যায়নি।
গত ডিসেম্বরে হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে চীনেই শুধু মারা গেছে ৩ হাজার ২৪১ জন মানুষ। আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭৪ জন।
গোটা বিশ্বে প্রায় ২ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ হাজার ৯১৬ জন।
এই অবস্থায় ‘করোনাভাইরাস’ কিংবা ‘কভিড-১৯’ শব্দগুলো মানুষের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর সুযোগ নিচ্ছে সাইবার অপরাধীরা। ভুয়া লিংক পাঠিয়ে ক্লিক করতে উৎসাহিত করা হচ্ছে। সাধারণ মানুষ এতে যেমন হয়রানির শিকার হচ্ছেন, তেমনি সাইবার হামলার মুখেও পড়ছেন।