Main Menu

ঘরে বসে অফিস করতে টুইটারের নির্দেশ

করোনাভাইরাস আতঙ্কে সব কর্মীদের ঘরে বসে অফিসের কাজ করার নির্দেশ দিয়েছে। চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি বিশ্বব্যাপী মহামারি পর্যায়ে চলে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।

এর আগে ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়া, হংকং, জাপানে অফিসকর্মীদের ঘরে বসেই কাজ করার নির্দেশ দেয় টুইটার। এ ছাড়া খুব জরুরি না হলে সব ধরনের ব্যবসায়িক ভ্রমণ এবং অনুষ্ঠানও বাতিল করে।

বুধবার রাতে মার্কিন কোম্পানিটির মানবসম্পদ বিভাগের প্রধান জেনিফার ক্রিস্টি বলেন, ‘আমরা আগের দিকনির্দেশনাকে অতিক্রম করছি। এখন থেকে বিশ্বব্যাপী টুইটারের সব কর্মী ঘরে বসেই অফিস করবে।’

কয়েকদিন আগে এক কর্মীর শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পর লন্ডন অফিস বন্ধ ঘোষণা করে আরেক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

এ ছাড়া সিলিকন ভ্যালি, সান ফ্রান্সিসকো এবং নিউইয়র্ক অফিস ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে গুগল। এ ছাড়া আরেক মার্কিন টেক জায়ান্ট অ্যাপলও ঘরে বসে কাজ করার জন্য কর্মীদের উৎসাহ দিচ্ছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

+ 24 = 34