Main Menu

নানা চমক নিয়ে এসেছে উইন্ডোজ টেন এক্স

সম্প্রতি মাইক্রোসফট নতুন ও অত্যাধুনিক একটি অপারেটিং সিস্টেম নিয়ে এসেছে। নতুন এই অপারেটিং সিস্টেম টেনভিত্তিক এবং এর নাম ‘উইন্ডোজ টেন এক্স’। 

গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মাইক্রোসফট ডেভেলপারদের জন্য উন্মুক্ত করে অপারেটিং সিস্টেমটি। এটি উইন্ডোজ টেন এক্সের একটি প্রাথমিক সংস্করণ। 

এই সংস্করণে থাকছে ডার্ক মোড, যা অপারেটিং সিস্টেমে নতুন দিগন্তের সূচনা করছে। মেনুর মধ্যে স্টার্ট মেনুকে করা হয়েছে রিডিজাইন। আর লাইভ টাইলস ভিউ বাদ দিয়ে আরও সহজ সরল লুক দেওয়া হয়েছে। 

এছাড়া থাকছে ডেস্কটপ ক্লাস মাল্টিটাস্ক। এর ফলে ডিভাইসের যেখানে খুশি সেখানে রাখতে পারবেন অ্যাপ। ইচ্ছামতো সাইজ ছোট-বড়ও করতে পারবেন। 

কিন্তু নতুন এই অপারেটিং সিস্টেমে খুঁজে পাওয়া যায়নি উইন্ডোজের ভয়েজ অ্যাসিস্ট্যান্ট কর্টানা। তবে এখনো কর্টানার উপস্থিতি থাকছে কি না তা জানা যায়নি। 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

14 + = 15