Main Menu

বদলে যাচ্ছে ইউটিউবের চেহারা

ইউটিউবের প্রচলিত ইন্টারফেস আর থাকছে না। চেহারায় পরিবর্তন আসছে। মার্চ থেকে আসবে নতুন ইন্টারফেস, জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, প্রায় তিন বছর পর পরিবর্তন করা হচ্ছে ইউটিউবের ইন্টারফেস। নতুন ইন্টারফেসে আগের অনেক ফিচারই থাকবে না।

ব্যবহারকারী যদি আগের সংস্করণেই থাকেন তাহলে তাকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নতুন সংস্করণে যাওয়ার জন্য। ইউটিউব থেকে বলা হবে, ব্যবহারকারীর সংস্করণটি অনেক পুরনো। এটি নতুন ইন্টারফেস সমর্থন করবে না।

যে ব্যবহারকারী সফটওয়্যারটি আপডেট করবেন না তিনি বেশ সমস্যার সম্মুখীন হবেন বলেই মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি। তবে ইউটিউবের দাবি, খুব অল্প সংখ্যক ব্যবহারকারীই হয়তো পুরনো সংস্করণে থাকবেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

+ 58 = 62