Main Menu

ভোজন রসিকদের জন্য গুগল ম্যাপস এর সুখবর

গুগল ম্যাপসে যুক্ত হলো ‘এক্সপ্লোর ডিশেস’ নামে একটি অপশন। এটি ব্যবহারকারীদের সর্বাধিক জনপ্রিয় আইটেমগুলো শনাক্ত করতে, নতুন খাবারের সচিত্র সন্ধান দিতে এবং বিদেশি মেনুগুলোকে অনুবাদ করতে সহায়তা করবে।

এই প্রক্রিয়াটি রেস্তোরাঁর কোনও সহায়তা ছাড়াই কাজ করে। ব্যবহারকারীদের কেবল নিশ্চিত করতে হবে যে ছবিটি পরিষ্কার। তখন ছবির খাবার আইটেমটি গুগল ডাটাবেজে থাকলে ফোনে একটি ক্যাপশন তৈরি হবে। এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। পরবর্তী সময়ে আইওএস–এ এটি ব্যবহার করা যাবে।

সম্প্রতি গুগল প্রকাশ করেছে এটি গুগল ম্যাপস থেকে ৭৫ মিলিয়নেরও বেশি রিভিউ সরিয়ে দিয়েছে। যদিও কোম্পানিটি কিভাবে ভুয়া রিভিউ শনাক্ত করে সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। তবে গুগল জানিয়েছে, ভুয়া রিভিউ সনাক্ত করতে তারা মেশিন লার্নিং মডেলের মতো স্বয়ংক্রিয় শনাক্তকরণ সিস্টেম ব্যবহার করে। এ কারণেই সংস্থাটি তাদের প্ল্যাটফর্ম থেকে নকল রিভিউগুলো সরাতে সক্ষম হয়েছে।

সূত্র:গেজেটসনাউ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

68 + = 76