Bay বে

Bay বে
কম্পিউটারের হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক ড্রাইভ, ডিভিডি রম বা অন্য কিছু রাখার জন্য ক্যাসিং এ যে ভাগ থাকে তাকে বে বা ড্রাইভ বে বলে।

Image by Bruno Glätsch from Pixabay
সারভারের ক্ষেত্রে ড্রাইভ বে এর সংখ্যা গুরুত্বপূর্ণ।

Photonics ফটোনিকস
এক কথায় আলোর মাধ্যমে তথ্য আদান প্রদানের টেকনোলজী। তবে বিষয়টা শুধু তরঙ্গের ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ না। ফটোনিক্সের গবেষনায় ভবিষ্যত কম্পিউটার প্রযুক্তি সবচেয়ে বেশি অবাক করার মতো।
বর্তমানে মেডিকেল যন্ত্র, টেলিকমিউনিকেশনে, মহাকাশ গবেষণায় ফটোনিক্স ব্যবহার করা হচ্ছে।
ফটোনিকস নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছে, কারন আলোর গতি সবচেয়ে বেশি। আর তাই যদি আলোর মাধ্যমে প্রসেসর বানানো যায় তাহলে সেটি হবে সবচেয়ে বেশি গতির। ইতিমধ্যে আলোর বিভিন্ন ধর্ম কাজে লাগিয়ে লজিক গেটও তৈরী করা হয়ে গেছে। আলোর মাধ্যমে প্রসেস করার কম্পিউটারকে ইতিমধ্যে কোয়ান্টাম কম্পিউটার Quantum Computer নামে ডাকা হয়।